২৭১ পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ansar-vdp) তে নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/০৩

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩

👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ansar-vdp)

👉 পদের নামঃ বিভিন্ন পদ

👉 পদ সংখ্যাঃ ২৭১টি

👉 আবেদন ফীঃ ১০০/- ও ৫০/- টাকা

👉 আবেদনের লিংকঃ https://recruitment.bdansarerp.gov.bd/

👉 আবেদনের শেষ তারিখঃ ২০ মার্চ ২০২৫


• আপনার জিজ্ঞাসা:

যে সকল পদে সার্কুলার হয়েছে সে সকল পদের পরীক্ষা কি একই দিনে এবং একই সময়ে হবে?

পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে একই দিন ও সময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।


• কোন কোটা কি এখনও কার্যকর?

ক) মেধাভিত্তিক ৯৩%

খ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%

গ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১%

ঘ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১%


• পরীক্ষা কতদিন পরে হতে পারে?

দ্রুততম সময়ের মধ্যে হবে।


• লিখিত পরীক্ষা কোথায় হতে পারে?

এসএমএস এর মাধ্যমে আপনার প্রদত্ত নাম্বারে লিখিত পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।


• একই ব্যাক্তি কি একের অধিক আবেদন করতে পারবে?

হ্যাঁ পারবেন । তবে একই দিন ও একই সময় পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি । সেক্ষেত্রে মাত্র একটি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। 


• পূর্বে আমি অন্য পদে আবেদন করেছিলাম। এখন প্রশিক্ষক/প্রশিক্ষিকা পদে কি আবেদন করতে পারবো ?

হ্যাঁ পারবেন। তবে একই দিনে ও একই সময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি ।


• বিস্তারিত পদের নাম,বেতন কাঠামো,গ্রেড ইত্যাদি এখানে দেখুন👇👇👇


উৎসঃ দৈনিক সমকাল - ২৭ ফেব্রুয়ারি ২০২৫


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url