৬৯ পদে সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এ নিয়োগ বিজ্ঞপ্তি - ৩০/০৩
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং-৪৫.০১,০০০০, ১৪০, ১১,০১২,২১-৩০০৬ তারিখ:০৩/১২/২০২৩ইং মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, গোপালগঞ্জ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (online) http://csgop.teletalk.com.bd আবেদন আহবান করা যাচ্ছে।
১। পদের নাম: ২×সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
• বেতন স্কেল: গ্রেড-১৪(১০২০০-২৪৬৮০ )
• শিক্ষাগত যোগ্যতা:
১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা
সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি
২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা
এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি
মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ।
৩. সাঁটলিপি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং
ইংরেজি প্রতি মিনিটে ৭০ শব্দ।
২। পদের নাম: ১×অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
• বেতন স্কেল: গ্রেড-১৬(৯৩০০-২২৪৯০)
• শিক্ষাগত যোগ্যতা: ১. কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা
সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা
এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি
মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ।
৩। পদের নাম: ১×স্টোর কিপার
• বেতন স্কেল: গ্রেড-১৬(৯৩০০-২২৪৯০)
• শিক্ষাগত যোগ্যতা: ১. কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী
জামানত প্রদান করিতে হইবে।
৪। পদের নাম: ৬১×স্বাস্থ্য সহকারী
• বেতন স্কেল: গ্রেড-১৬(৯৩০০-২২৪৯০)
• শিক্ষাগত যোগ্যতা: ১. কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫। পদের নাম: ৪×ড্রাইভার
• বেতন স্কেল: গ্রেড-১৬(৯৩০০-২২৪৯০)
• শিক্ষাগত যোগ্যতা: ১. কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
৩. অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
আবেদনের শর্ত ও নির্দেশনাবলী:
১। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। প্রার্থীর বয়স ৩০/০৩/২০২৫ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধন সনদের প্রদত্ত জন্মতারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
৩। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৪। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। একই প্রার্থী যে কোন একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক
পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলিয়া বিবেচিত হবে।
৫। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃঅধিঃ/প্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-৪/২০১৮/৬৩৫৪, তারিখ: ১১/১২/২০২৪ খ্রি: তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে সাঁট-
মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার পদে আবেদন করেছেন তাদের
পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী গণনাযোগ্য
হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তিমূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য
প্রবেশপত্র ইস্যু করা হবে। সিভিল সার্জনের কার্যালয়, গোপালগঞ্জ এর স্মারক নং-সিএস/গোপ/২০২৪/৪৭৯, তারিখ: ২৭/০১/২০২৪ খ্রি: তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি
অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
৬। আগ্রহী প্রার্থীগণ http://csgop.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে অনলাইন এ আবেদন
করতে পারবেন।
৭। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণ করে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)
এর মূল কপি জমা দিতে হবে।
৮। গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।
৯। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য
ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডের নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে
সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে
যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
১০।স্বাস্থ্য সহকারীর শূন্যপদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে) সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার
কার্যালয়ের (নিজ নিজ) নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (http://cs.gopalganj.gov.bd) পাওয়া যাবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের পরিচালিত বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করতে হবে।
উৎসঃ দৈনিক যুগান্তর - ১০ মার্চ ২০২৫