বাংলাদেশ মেরিন একাডেমিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ১৮/০৩

 

নিয়োগ বিজ্ঞপ্তি

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম কর্তৃক বাস্তবায়নাধীন "অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ” শীর্ষক প্রকল্পের জনবল নিয়োগের জন্য নিম্নলিখিত অস্থায়ী পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


১। পদের নাম ও বেতন স্কেল: ১×উপ-সহকারী প্রকৌশলী (সিভিল),গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০/-)

• বয়সসীমা(০২.০৩.২০২৫ তারিখে): অনূর্ধ্ব ৩২ বছর

• শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান হতে সিভিল প্রকৌশলে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।


২। পদের নাম ও বেতন স্কেল: ১×অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০)/-

• বয়সসীমা(০২.০৩.২০২৫ তারিখে): অনূর্ধ্ব ৩২ বছর

• শিক্ষাগত যোগ্যতা: ক) সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং

গ) টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ।


নিয়োগ সংক্রান্ত শর্তাবলীঃ

১। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত চাকুরির আবেদন পত্রের ফরমেটে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে শুধুমাত্র পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। অন্য কোন কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, আবেদনপত্রে উল্লেখিত সকল সনদপত্র (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র) ও ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের কপি প্রদর্শন করতে হবে। আবেদনপত্র মেরিন একাডেমির ওয়েবসাইটে (www.macademy.gov.bd) পাওয়া যাবে। চা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের কপিও


২। কোটা সম্পর্কিত সরকারি সর্বশেষ নীতিমালা প্রযোজ্য হবে এবং কোটাধারী প্রার্থীকে উপযুক্ত সার্টিফিকেট দাখিল/প্রদর্শন করতে হবে।


৩। প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।


8। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।


৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে বর্ণিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/ অসামঞ্জস্য হলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা নির্বাচনী পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে প্রার্থীর প্রার্থিতা নিয়োগ চলাকালীন অথবা পরবর্তীতে যেকোন সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


৬। নিয়োগ ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে এই প্রকল্পের অনুমোদিত বিধিবিধান অনুসরণ করা হবে।


৭। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে পদ সংখ্যা পরিবর্তন, ভুলত্রুটি সংশোধনসহ নিয়োগ প্রক্রিয়া যেকোন পর্যায়ে বাতিলের নিয়োগ অধিকার রাখে এবং এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবেনা।


৮। খামের উপর পদের নাম ও দরখাস্তকারীর পূর্ণ ঠিকানা (নিজ জেলার নাম ও পোস্ট কোড নম্বর) স্পষ্টাক্ষরে লিখতে হবে।


৯। বিলম্বে প্রাপ্ত, অসম্পূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।


১০। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।


১১। নিয়োগ প্রাপ্ত প্রার্থীর চাকুরীর মেয়াদ শুধুমাত্র প্রকল্পের মেয়াদ পর্যন্ত নির্ধারিত হবে। প্রকল্প মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে চাকুরির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ বলে গণ্য হবে। সরকার কর্তৃক বাস্তবায়নাধীন অন্য কোন প্রকল্পে বা রাজস্ব খাতে উক্ত চাকুরি স্থানান্তরের কোন সুযোগ নেই।


১২। প্রবেশপত্র প্রেরণের জন্য আবেদনকারীর বর্তমান ঠিকানা/ পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত (৫×৯)" ইঞ্চি সাইজের খাম ১০/- (দশ) টাকার ডাক টিকিট সংযুক্ত করে আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।


১৩। আবেদনপত্র আগামী ১৮.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিকেল ৫.০০ ঘটিকার মধ্যে "প্রকল্প পরিচালক", "অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ" শীর্ষক প্রকল্প, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম-৪২০৬ বরাবর শুধুমাত্র রেজিঃ ডাকযোগে প্রেরণ করতে হবে। একই সাথে আবেদনপত্রের একটি কপি উক্ত সময়ের মধ্যে project.bmac@gmail.com এ ইমেইল যোগে প্রেরণ করতে হবে।


উৎসঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন - ৩ মার্চ ২০২৫

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url