৪৭ পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/০৪


 আবশ্যক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে:

শিক্ষক পদ

১। স্থাপত্য বিভাগ

অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৫৬৫০০-৭৪৪০০/-1

২। পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট

সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৫০০০০-৭১২০০/-।

৩। ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি

(ক) সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৫০০০০-৭১২০০/-।

(খ) সহকারী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০/-।

৪। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

সহকারী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০/-।

৫। যন্ত্রকৌশল বিভাগ

সহকারী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৩৫৫০০-৬৭০১০/-।

৬। রসায়ন বিভাগ

লেকচারার-এর ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-।


উল্লিখিত পদসমূহের আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২০/০৪/২০২৫

এই বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের পার্শ্বে বর্ণিত তারিখ ও সময়ে উল্লিখিত সংখ্যক পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লেকচারার নিয়োগের নিমিত্তে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। বেতন স্কেল ৮: ২২০০০-৫৩০৬০/-।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url