বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিন - ২৬/০৯ - BD JOB


অনলাইনে আবেদন করার পদ্ধতি
:
সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে 'Apply Now'-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদানপূর্বক 'Eligible for Application Without Payment' অপশনটি 'Yes' নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন। আবেদনকারীকে এই বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পরীক্ষার তারিখ ও স্থানসমূহের মধ্যে যেকোনো একটি তারিখ ও স্থান নির্বাচন করে আবেদন করতে হবে (ক্যাডেট কলেজের জন্য প্রযোজ্য নয়)। তবে যশোর ও চট্টগ্রাম কেন্দ্রের প্রার্থীগণের পরীক্ষার তারিখ পরবর্তীতে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোন প্রার্থী নির্বাচিত তারিখ/স্থানে উপস্থিত হতে অপারগ হলে বিষয়টি পূর্বেই সরাসরি পরীক্ষা কেন্দ্রে জানিয়ে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যেকোন দিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে 'Login' করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে 'Submit করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে 'Submit' করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি 'Submit' করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র 'Download' করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার (সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা: ১৫ মে ২০২৫ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৫। * শর্ত প্রযোজ্য

বিস্তারিত ছবিতে দেখুন:

উৎসঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন - ১১ এপ্রিল ২০২৫ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url