ধামারাই সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৪/০৪


 নিয়োগ বিজ্ঞপ্তি

          অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) অর্থায়নে ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৪ (চার)/মাস ৩৬০ ঘন্টা মেয়াদি বিভিন্ন অকুপেশনে প্রশিক্ষক হিসাবে নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ীভাবে জনবল নিয়োগে আগামী ২৪/০৪/২০২৫ খ্রি: তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে অধ্যক্ষ বরাবর দরখাস্ত আহবান করা যাচ্ছে।

১। পদের নাম: অতিথি প্রশিক্ষক(ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স)

• বেতন স্কেল: প্রতি মাসে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা মাত্র।

• বয়সসীমা: অনির্ধারিত 

• শিক্ষাগত যোগ্যতা: 

  • ক) সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম বি. এসসি. ইঞ্জিনিয়ার ডিপ্লোমা/মাস্টার ক্রাফ্টস ম্যান/ফোরম্যান
  • খ) বি. এসসি ইঞ্জিনিয়ার হিসাবে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা:
  • গ) প্রকৌশল ডিপ্লোমা হিসাবে ৭ (সাত) বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ঘ) মাস্টার ক্রাফটস-ম্যান/ ফোরম্যান হিসাবে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • ঙ) NTVQF এর অধীন সংশ্লিষ্ট বিষয়ে- ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স – Level 2-অ্যাডভান্সড স্যুইং মেশিন অপারেশন- Level 2 আইটি সাপোর্ট টেকনিক এন্ড মোবাইল ফোন সার্ভিসিং- Level 3 করা থাকতে হবে ।


২। পদের নাম: অতিথি প্রশিক্ষক(অ্যাডভান্সড স্যুইং মেশিন অপারেশন)

• বেতন স্কেল: প্রতি মাসে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা মাত্র।

• বয়সসীমা: অনির্ধারিত

• শিক্ষাগত যোগ্যতা: 

  • ক) সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম বি. এসসি. ইঞ্জিনিয়ার ডিপ্লোমা/মাস্টার ক্রাফ্টস ম্যান/ফোরম্যান
  • খ) বি. এসসি ইঞ্জিনিয়ার হিসাবে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা:
  • গ) প্রকৌশল ডিপ্লোমা হিসাবে ৭ (সাত) বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ঘ) মাস্টার ক্রাফটস-ম্যান/ ফোরম্যান হিসাবে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • ঙ) NTVQF এর অধীন সংশ্লিষ্ট বিষয়ে- ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স – Level 2-অ্যাডভান্সড স্যুইং মেশিন অপারেশন- Level 2 আইটি সাপোর্ট টেকনিক এন্ড মোবাইল ফোন সার্ভিসিং- Level 3 করা থাকতে হবে ।


৩।  পদের নাম: অতিথি প্রশিক্ষক(আইটি সাপোর্ট টেকনিক এন্ড মোবাইল ফোন সার্ভিসিং)

• বেতন স্কেল: প্রতি মাসে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা মাত্র।

• বয়সসীমা: অনির্ধারিত

• শিক্ষাগত যোগ্যতা: 

  • ক) সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম বি. এসসি. ইঞ্জিনিয়ার ডিপ্লোমা/মাস্টার ক্রাফ্টস ম্যান/ফোরম্যান
  • খ) বি. এসসি ইঞ্জিনিয়ার হিসাবে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা:
  • গ) প্রকৌশল ডিপ্লোমা হিসাবে ৭ (সাত) বছরের বাস্তব অভিজ্ঞতা
  • ঘ) মাস্টার ক্রাফটস-ম্যান/ ফোরম্যান হিসাবে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • ঙ) NTVQF এর অধীন সংশ্লিষ্ট বিষয়ে- ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স – Level 2-অ্যাডভান্সড স্যুইং মেশিন অপারেশন- Level 2 আইটি সাপোর্ট টেকনিক এন্ড মোবাইল ফোন সার্ভিসিং- Level 3 করা থাকতে হবে ।


৪। পদের নাম: জব প্লেসমেন্ট কর্মকর্তা

• বেতন স্কেল: প্রতি মাসে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র।

• বয়সসীমা: অনির্ধারিত

• শিক্ষাগত যোগ্যতা

  • ক) যেকোনো ডিসিপ্লিন/বিষয়ে মাস্টার্স/বি. এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী
  • খ) সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা
  • গ) প্রশিক্ষণার্থীদের শতভাগ জবের ব্যবস্থা গ্রহনে বাধ্য থাকিবে।

উৎসঃ দৈনিক প্রথম আলো - ১৪ এপ্রিল ২০২৫ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url