প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে সপ্রধান উপদেষ্টার কার্যালয়েরশস্ত্র বাহিনী বিভাগ এ নিয়োগ বিজ্ঞপ্তি - ০৫/০৪ - BD JOB

 

নিয়োগ বিজ্ঞপ্তি

সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ এর অধীনে চুক্তিভিত্তিক ০১ জন অসামরিক সিস্টেমস এনালিস্ট নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। পদের নাম: ১×সিস্টেমস এনালিষ্ট

• বেতন স্কেল: 

(ক)মূল বেতন ৪৩,০০০.০০(তেতাল্লিশ হাজার মাত্র) টাকাসহ সর্বসাকুল্যে ৭০,০০০.০০ (সত্তর হাজার মাত্র) টাকা (নির্ধারিত) প্রদান করা হবে।
(খ) প্রতিবছর মূল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি করা হবে এবং এর সাথে সম্পৃক্ত ভাতাও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।
(গ) মূল বেতনের সমপরিমাণ টাকায় ০২টি উৎসব ভাতা এবং ২০% হারে বৈশাখী ভাতা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: 

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।

অভিজ্ঞতা ও অন্যান্য

(ক) যে কোন সরকারী/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিস্টেমস এনালিস্ট/সহকারী সিস্টেমস এনালিস্ট / প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার অথবা অনুরূপ কোন নিয়োগে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা।

(খ) Professional certifications: CCNA CCNP (consider as additional privilege), NSE 4, MCSA, RHCSA D

(গ) Webserver, Mail server এবং Storage বিষয়ে বাস্তব অভিজ্ঞতা।

(ঘ) Firewall, Web security এবং Mail security সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা।

(ঙ) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোন উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।


আবেদনের নিয়মাবলীঃ

১। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে বায়োডাটায় (নিজ নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, পাসপোর্ট নম্বর (যদি থাকে) উল্লেখ করতে হবে) এবং আবেদনপত্র পিডিএফ (পাঠযোগা) আকারে আগামী ০৫ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে ই-মেইলঃ so1cit@gmail.com/gso2commafd@gmail.com এ প্রেরণ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ্য থাকতে হবে।

২। আবেদনের সঙ্গে ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিক সনদপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৪। প্রাথমিক সাক্ষাৎকারে প্রার্থীকে সকল সনদপত্রের মূলকপি ও মূল আবেদনপত্র (ক্রমিক ১ ও ৩ মোতাবেক) উপস্থাপন করতে হবে।

৫। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় ভাংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।

৬। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ফোনের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার যাতায়াত ব্যয় বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

৮। যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিলসহ নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।


উৎসঃ দৈনিক কালের কণ্ঠ - ২২ মার্চ ২০২৫

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url