বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর (bafspkp) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ১৭/০৪
নিয়োগ বিজ্ঞপ্তি
অত্র প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে শিক্ষক নিয়াগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১। পদের নাম: ১×সহকারী শিক্ষক (সামাজিকবিজ্ঞান)
• বেতন স্কেল: প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেড-১০, ১৬,০০০-৩৮৬৪০/= প্রশিক্ষণবিহীন গ্রেড-১১, ১২,৫০০-৩০২৩০/=
• শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক পাস। অথবা স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বর থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
২। পদের নাম: ১× সহকারী শিক্ষক (চারু ও কারুকলা)
• বেতন স্কেল: প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেড-১০, ১৬,০০০-৩৮৬৪০/= প্রশিক্ষণবিহীন গ্রেড-১১ ১২,৫০০-৩০২৩০/=
• শিক্ষাগত যোগ্যতা: (১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান ও বিএড ডিগ্রিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০১ বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস (২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০১ বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। বয়স: অনুর্ধ্ব ৩৫ বছর।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যোগদানের তারিখ হতে বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ও বৈশাখী ভাতা, দুই বছর শিক্ষানবিশকাল শেষে চাকুরী স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের পূণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, যে কোন তফসিল ব্যাংক হতে 'বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর' এর অনুকূলে ৫০০ (পাঁচশত) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও মোবাইল নম্বরসহ অধ্যক্ষ বরাবর আবেদনপত্র ১৭এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে ডাক/কুরিয়ার বা সরাসরি পৌঁছাতে হবে। লিখিত পরীক্ষা আগামী ২৬ এপ্রিল ২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। যেকোন আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

