২৫০ পদে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি - ১০/০৪


 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নম্বর: ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৭) বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

১। পদের নাম: ৫০×শাখা ব্যবস্থাপকপদ

• বেতন স্কেল: মূল বেতন ২১,০০০/-৪৭,০০০/-হতে ৪৯,১০০/-(নিয়মিত করণের আগে) ৫০,১৫০/-হতে ৫২,২৫০/-(নিয়মিত করণের পরে)

• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ

• অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।


২। পদের নাম: ২০০×ক্রেডিট অফিসার

• বেতন স্কেল: মূল বেতন ১৪,৯০০/-৩৪,৮০০/-হতে ৩৬.২৯০/- (নিয়মিত করণের আগে) ৩৭.০৩৫/-হতে ৩৮,৫২৫/- (নিয়মিত করণের পরে)

• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ.এস.সি পাশ।

• অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।


নির্দেশিকা 

১। উল্লেখিত দুইটি পদের জন্য শুধুমাত্র বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম এলাকার অধিবাসীগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

২। আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

৩। আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ/নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে।

৪। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবীশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমনঃ ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা (মোবাইল ও ইন্টারনেট ভাতা), প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোবাইল সিম, ট্যাব ও চাকুরিতে যোগদানের সাথে সাথেই মোটরসাইকেল সফট লোন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি সুযোগ-সুবিধাপ্রযোজ্য হবে।

৫। শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ১০/০৪/২০২৫ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহপূর্ণ জীবনবৃত্তান্ত, সকলশিক্ষাগত যোগ্যতা ও চাকুরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সে ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-বগুড়াজোন অফিস, আমিনুর রহমান ভিলা, বাড়ী নং-০৫, রোড নং-১৭, উপশহর, বগুড়া-এঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি www.bdjobs.com ওয়েব সাইট এ পাওয়া যাবে। খামের উপর পদ ও কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই, সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ মোবাইল ব্যাংক কিংবা অন্য কোনো মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীকে পরামর্শ দেয়া হল।


উৎসঃ দৈনিক করতোয়া - ১৯ মার্চ ২০২৫ এবং প্রথম আলো - ২২ মার্চ ২০২৫

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url