বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (bard) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ১৩/০৪
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ী, কুমিল্লা-এর নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল,| ২০১৫ এর ৯ম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে কেবলমাত্র অনলাইনে (http://bard.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহবান করা হচ্ছে:
১। পদের নাম: ৭× সহকারি পরিচালক
• বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/=
• বয়সসীমা: ৩২
• শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পর্যায়ে সম্মানসহ মাধ্যমিক হতে স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি। বছরের স্নাতক (সম্মান) ডিগ্রীধারীগণ আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অন্যূন একটি প্রথম শ্রেণিপ্রাপ্ত প্রার্থী এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিভাগীয়।প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদনের শর্তাবলী:
আবেদনপত্র দাখিলের শেষ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে
সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির জন্য আবেদন আগামী ২৫ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা হতে ১৩ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা
যাবে। সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা
হবে না।
চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির
আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।
নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটাসহ বিদ্যমান সকল বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ
করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে :
(ক) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্মনিবন্ধন, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং পাসপোর্ট সাইজের ৪ (চার)
কপি রঙ্গিন ছবি
(খ) পুরণকৃত Application Form Admit Card;
(গ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে আবেদনকারীকে (সংশ্লিষ্ট বীরমুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয়
তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ / বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি

