৫০ পদে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (bsb) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ০৪/০৫
নিয়োগ বিজ্ঞপ্তি
বস্ত ও পাট মন্ত্রণালয়ের গত ১৯-১২-২০২৪ তারিখের স্মারক নং-28.09.0000.211.28.16.19-28২ মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ রেশম
উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬তম ও ১৮তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে
সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পনের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://bsdh.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
১। পদের নাম: ৭×গাড়িচালক
• বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
• শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) ড্রাইভিং লাইসেন্স: হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।
(গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
২। পদের নাম: ২৬× এক্সপার্ট প্লান্টার
• বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)
• শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জীব বিজ্ঞান বা কৃষি বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
৩। পদের নাম: ১৭×এক্সপার্ট রিয়ারার
• বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)
• শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জীব বিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
বিস্তারিত ছবিতে দেখুন:

