মনপুরা স্কুল এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ১৭/০৪
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষকতাকে যারা পেশা হিসেবে নিতে চান সেই সকল আগ্রহী প্রার্থীদের নিকট হতে "মনপুরা স্কুল" এর ইংলিশ ভার্সনের জন্য নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১। পদের নাম, বিষয় ও পদ সংখ্যা: সহকারী শিক্ষক (ইংলিশ ভার্সন): ইংরেজি-২, গণিত/বিজ্ঞান-২, ধর্ম-১, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, কৃষি-১
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান/ স্নাতকোত্তর পাস। (ইংরেজিতে পাঠদান ও কথোপকথনে পারদর্শীতা আবশ্যক।) বেতন: ১২,০০০ টাকা। ঈদ বোনাস ও বাৎসরিক ইনক্রিমেন্ট
২। পদের নাম, বিষয় ও পদ সংখ্যা: জুনিয়র শিক্ষক (ইংলিশ ভার্সন): ৪ জন জুনিয়র সেকশনে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: যেকোনো বিষয়ে স্নাতক সম্মান পাস। (ইংরেজিতে পাঠদান ও কথোপকথনে পারদর্শীতা আবশ্যক।) বেতন: ১০,০০০ টাকা। ঈদ বোনাস ও বাৎসরিক ইনক্রিমেন্ট।
আগ্রহী প্রার্থীকে "মনপুরা স্কুল" এর নামে ৩০০/- তিনশত টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/সরাসরি নগদ টাকা জমা দেওয়ার রশিদসহ সভাপতি বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), একাডেমিক সকল সনদের ফটোকপি ও আপডেট জীবন বৃত্তান্ত সহ আগামী ১৭/০৪/২০২৫ খ্রি. তারিখ বিকাল ৫ টার মধ্যে সরাসরি/ ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পৌছাতে হবে। www.bdjob69.com
বিঃদ্র: লিখিত পরীক্ষা আগামী ২৬/০৪/২০২৫ খ্রি. (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

