১৩৪ পদে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (mes) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ১৭/০৩



১। পদের নাম: ৮×উচ্চমান সহকারী (ইউডিএ)
• বেতন স্কেল এবং গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (১৪তম গ্রেড)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
খ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

২। পদের নাম: ৮×ড্রাফটসম্যান ক্লাস-সি'
• বেতন স্কেল এবং গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০/- (১৫তম গ্রেড)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ। ড্রাফটসম্যানশিপে অন্যূন ৬ (ছয়) মাসের কোর্স সম্পরা।
গ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পন্ন।

৩। পদের নাম: ৪০×অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
• বেতন স্কেল এবং গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (১৬০ম গ্রেড৬)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ। MS Word বা সমকার্যপোযোগী সফটওয়্যারে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন ১ (এক) বছরের অভিজ্ঞতা। 
গ। কম্পিউটারে বাংলা ও ইংরেজীতে টাইপিং-এর সর্বনিম্নগতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।

৪। পদের নাম: ২১×স্টোরম্যান
• বেতন স্কেল এবং গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (১৬তম গ্রেড) 
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ। MS Word বা সমকার্যপোযোগী সফটওয়্যারে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন ১ (এক) বছরের অভিজ্ঞতা

৫। পদের নাম: ১৯×এমটি ড্রাইভার 
• বেতন স্কেল এবং গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/-(১৬তম গ্রেড)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মটরযান চালনার বৈধ লাইসেন্সসহ পেশাগত কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

৬। পদের নাম: ০৩×ফটোকপি অপারেটর 
• বেতন স্কেল এবং গ্রেড: ৮,৮০০-২১,৩১০/- (১৮তম গ্রেড)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ। ফটোকপি মেশিন চালনার অভিজ্ঞতা।
গ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা

৭। পদের নাম: ১৭×অফিস সহায়ক
• বেতন স্কেল এবং গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (২০তম গ্রেড)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮। পদের নাম: ১৬×নিরাপত্তা প্রহরী
• বেতন স্কেল এবং গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (২০তম গ্রেড)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৮। পদের নাম: ০২×পরিচ্ছন্নতা কর্মী
• বেতন স্কেল এবং গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (২০তম গ্রেড)
• শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


২। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়:
ক আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখ) তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
খ। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
গ। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করে নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব নিয়োগ হিসাবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংক্ষেপের জন্য গণনাযোগ্য হবে জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না।
৩। সরকারি সর্বশেষ বিধি-বিধানের ভিত্তিতে কোটা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে।
8 লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে।
৬। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী :www.bdjob69.com
• এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে Online-এ আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://mes.teletalk.com.bd ওয়েব সাইটে লগ-ইন করলে একটি লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক Online-এ আবেদনপত্র
পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদানের সময়সীমা নিম্নরূপ:
(১) Online-এ আবেদনপত্রা পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫।
(২) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ১৭ মার্চ ২০২৫।
(৩) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ tro) pixel, File size maximum 60kb ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ৩০০) pixel, File size maximum 100kb এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url