২৩৩ পদে সমন্বিত ২ ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২৩/০৩
নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় ব্যাংকার্স সিলেকশন কমিটি'র সদস্যভুক্ত ০২টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার-রুরাল ক্রেডিট(ও-আরসি)' এর ২৩৩টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম ও গ্রেড: অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)', (১০ম গ্রেড)
পদ সংখ্যা: ২৩৩টি (জনতা ব্যাংক পিএলসি ১০০টি ও অগ্রণী ব্যাংক পিএলসি ১৩৩টি)
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা ।
শিক্ষাগত যোগ্যতা
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী
স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম
বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২009 ও 02/03/2010
তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/2007/178
অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি
নিম্নরূপে নির্ধারিত হবে :
(১) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব
- প্রথম বিভাগ
জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম
- দ্বিতীয় বিভাগ


