২৩৩ পদে সমন্বিত ২ ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২৩/০৩

 

নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় ব্যাংকার্স সিলেকশন কমিটি'র সদস্যভুক্ত ০২টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার-রুরাল ক্রেডিট(ও-আরসি)' এর ২৩৩টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদের নাম ও গ্রেড: অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)', (১০ম গ্রেড)

পদ সংখ্যা: ২৩৩টি (জনতা ব্যাংক পিএলসি ১০০টি ও অগ্রণী ব্যাংক পিএলসি ১৩৩টি)

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬০০০-৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা ।

শিক্ষাগত যোগ্যতা 

ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী

স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে।

খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম

বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২009 ও 02/03/2010

তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/2007/178

অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি

নিম্নরূপে নির্ধারিত হবে :

(১) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-

জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব

- প্রথম বিভাগ

জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম

- দ্বিতীয় বিভাগ


বিশেষ শর্ত

নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষি ঋণ সম্পৃক্ত/গ্রেড-২, ৩ এবং ৪ শাখাসমূহে পদায়ন করা হবে এবং সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে। তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লি এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত/গ্রেড-২, ৩ এবং ৪ শাখাসমূহের আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণগ্রহীতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে। দুইটি উচ্চতর পদে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার (পিও) পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ঐ সকল গ্রেডভূক্ত/কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতেই কর্মরত থাকতে হবে এবং কোনক্রমেই কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা এবং গ্রেড-১, কর্পোরেট-২, ও কর্পোরেট-১ শাখায়
বা এরিয়া অফিস/ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয়ে বদলি/পদায়ন করা হবে না। তবে প্রিন্সিপাল অফিসার (পিও) পদে পদোন্নতি পাওয়ার পর এ সকল বাধ্যবাধ্যকতা রহিত হবে।


৭। বয়স : ১৮/১১/২০২৪ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
৮। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় : ২৩/০৩/২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।
৯। আবেদন ফি প্রদান, Payment Verify এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ২৫/০৩/২০২৫ তারিখ,
রাত ১১.৫৯ টা।
১০। আবেদন ফি : অফেরতযোগ্য টা: ২০০/-(টাকা দুইশত মাত্র)। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১১ (ট) দ্রষ্টব্য।
(অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টাঃ ৫০/-(টাকা পঞ্চাশ মাত্র) যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত
দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে)।
ক. Online Registration : কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ
উৎসঃ দৈনিক আমার দেশ - ২০ ফেব্রুয়ারি ২০২৫

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url