বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদিন (এমওডিসি এয়ার এন্ট্রি নং -৫৩)- ১০/০৪
নিয়োগ চলছে
বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) নিয়োগ চলছে (মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি)
প্রার্থীর যোগ্যতা:
নাগরিকত্ব : বাংলাদেশি পুরুষ নাগরিক।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০ (উভয় ট্রেডের জন্য প্রযোজ্য)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
বয়স: ১৬ হতে ২১ বৎসর (০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
উচ্চতা: কমপক্ষে ৫-৮ (১৭২.৭২ সেমি)
বুকের মাপ: স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি। প্রসারণঃ ন্যূনতম ২ ইঞ্চি ।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
প্রার্থীর অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত।
২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত ।
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী
প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতঃ ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত
সনদ/কাগজ পত্রাদিসহ (দুই সেট) লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবেঃ
১। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি।
২। স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত
জাতীয়তা সনদ (বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ) এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত
চারিত্রিক সনদ।
৩। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের/পিতা/মাতা বা পিতামহ/পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা
হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর/খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতা/মাতা বা পিতামহ/
পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে।
৪। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ (বার) কপি রঙিন ছবি
(ল্যাব প্রিন্ট ও কলারসহ শার্ট পরিহিত)।
৫। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৬। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র ।
৭। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা
সনদের সত্যায়িত ফটোকপি।
৮। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ।
৯। প্রযোজ্য ক্ষেত্রে দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত
ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
১০। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ।
১১। ভূমিহীন এবং ভাড়া বাসার/সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন
(উপজেলা নির্বাহী কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ/কাউন্সিলর) হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
বিঃ দ্রঃ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা
সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্যঃ https://joinairforce.baf.mil.bd, Help Desk: 01769-990880 (8 AM - 2.30PM), 
উৎসঃ দৈনিক সমকাল - ২১ মার্চ ২০২৫
