মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল- এর কার্যালয়, রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৭/০৪


 নিয়োগ বিজ্ঞপ্তি

মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, রাজশাহী'র নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নির্মিত নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


১। পদের নাম: ১×ড্রাইভার

• বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-

• শিক্ষাগত যোগ্যতা: (ক). ৮ম শ্রেণী পাস।

(খ). মোটর গাড়ী চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং গাড়ী চালনায় সক্ষম ও পারদর্শী হতে হবে।


শর্তাবলী:

১। প্রার্থীকে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল,রাজশাহী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে (ক) প্রার্থীর নাম. (খ)পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা,(ঙ) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ,(ছ) ২৭-০৩-২০২৫ খ্রিঃ তারিখে বয়স, (জ) জাতীয়তা, (ঝ) জাতীয় পরিচয়পত্র নম্বর (ঞ) ধর্ম, (ট) নিজ জেলা, (ঠ) মোবাইল নম্বর (ড) শিক্ষাগত যোগ্যতা (ঢ) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

২. আবেদনপত্র চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি,অতিরিক্ত জেলা জজ, ২য় আদালত, রাজশাহী বরাবর আগামী 24-08 - 220 খ্রিঃ তারিখ বেলা ০৫:০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাতে হবে। উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৩. ইংরেজি ২৭-০৩-২০৯৫ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বৎসর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য হবে না ।

৪। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:

ক. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।

খ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

গ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি।

ঘ. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। ড. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

চ. প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০ (দশ) টাকার ডাকটিকিট সম্বলিত ১০ ইঞ্চিx ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম।

৫. চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৬. পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা “চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই

কমিটি, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, রাজশাহী, হিসাব নং-৪৬১৯৩০২০০০৮৩৪, সোনালী ব্যাংক

লিঃ, কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী" বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি/সরাসরি ভাউচারের মাধ্যমে জমা করতে

হবে। টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৭. ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৮. উপযুক্ত প্রার্থীদের লিখিত ও অন্যান্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এবং

rajshahi.judiciary.org.bd ওয়েবসাইট ও জেলা জজ আদালত, রাজশাহী'র নোটিশ বোর্ডে প্রকাশ

করা হবে।

৯. সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে

হবে।

১০. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১. খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

১২. বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের বিগত ০৭/০৬/২০১৫ তারিখের ০৮/২০১৫ নং

সার্কুলার অনুযায়ী রাজশাহী জেলায় স্থায়ীভাবে বসবাসকারী যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শুধুমাত্র সেক্ষেত্রেই

অন্য জেলার প্রার্থীদের বিবেচনা করা হবে।

১৩. বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের ১৫/১২/২০২৪ তারিখের ৩৫ নং বিজ্ঞপ্তি এবং

প্রচলিত নিয়োগ বিধি/সরকারের অপরাপর বিধি/আদেশ আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে।

১৪. বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়োজনে কম/বেশী করার এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার

ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৫. নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।


উৎসঃ দৈনিক কালের কণ্ঠ - ২৮ মার্চ ২০২৫

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url