ফেনী ডায়াবেটিস হাসপাতাল এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ১৫/০৪


নিয়োগ বিজ্ঞপ্তি 

 ফেনী ডায়াবেটিস হাসপাতালের জন্য নিম্নোক্ত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। মেডিক্যাল কলেজ করার লক্ষ্যে এই হাসপাতাল ক্রমান্বয়ে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।

১। পদের নাম: ১×পরিচালক

• শিক্ষাগত যোগ্যতা: ক) এমবিবিএস (বিএমডিসি কর্তৃক নিবন্ধিত)।

খ) এমপিএইচ (পিএইচ), এমপিএইচ (এইচএম) বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রীধারী।

গ) অবসরপ্রাপ্ত এএমসি অফিসার, সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক অথবা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনায় ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা।

ঘ) বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।


২। পদের নাম: প্রয়োজনীয় সংখ্যক ×সিনিঃ কনসালটেন্ট/কনসালটেন্ট/ জুনিয়র কনসালটেন্টঃ চক্ষু /গাইনী/ জেনারেল সার্জারী/ অর্থপেডিক্স/নিউরো মেডিসিন/রেডিওলজী/ রেসপিরেটরী| মেডিসিন/ নেফ্রোলজি /শিশু/ এনেস্থেসিওলজী

• শিক্ষাগত যোগ্যতা: ক) এমবিবিএস- (বিএমডিসি কর্তৃক নিবন্ধিত)।

খ) এমডি/ এমএস/ এফসিপিএস/ এমসিপিএস/এমফিল/ ডিপ্লোমা/ সমমানের যোগ্যতা।

গ) বেতন আলোচনা সাপেক্ষে ।


৩। পদের নাম: ৪×মেডিক্যাল অফিসার

• শিক্ষাগত যোগ্যতা: ক) এমবিবিএস-(বিএমডিসি কর্তৃক নিবন্ধিত)।

খ) বয়স অনুর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর।

গ) বেতন আলোচনা সাপেক্ষে।


৪। পদের নাম: ১×হিসাবরক্ষণ কর্মকর্তা

• শিক্ষাগত যোগ্যতা: ক) যেকোন স্বীকৃত ফার্ম কর্তৃক সি.এ ইন্টারমিডিয়েট কোর্স সম্পন্ন/ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ (একাউন্টিং) অথবা একাউন্টিং/ ফাইনান্স/ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সহ সফ্টওয়্যার ভিত্তিক একাউন্টস্ মডিউলে নূন্যতম ৫ বৎসর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

খ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

গ) সমিতির নির্ধারিত পে-স্কেল (২২০০০-৫৩০৬০) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

ঘ) বয়স অনুর্ধ্ব ৩২ বছর।


৫। পদের নাম: ১×জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা

• শিক্ষাগত যোগ্যতা: ক) যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সহ সফটওয়্যার ভিত্তিক হিউমেন রিসোর্স মডিউলে নূন্যতম ৪ বৎসর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।

খ) ডিপ্লোমা ইন হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট ডিগ্রীধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

গ) সমিতির নির্ধারিত পে-স্কেল (১৬০০০-৩৮৬৪০) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

ঘ) বয়স অনুর্ধ্ব ৩২ বছর।


৬। পদের নাম: ১×সহকারী ফার্মেসী ম্যানেজার

• বেতন স্কেল: 

• শিক্ষাগত যোগ্যতা: ক) সরকারী ইনস্টিটিউট/কলেজ অথবা সরকার অনুমোদিত ইনস্টিটিউট/কলেজ থেকে বি.ফার্মা সহ ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রীধারী সহ কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

খ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

গ) সমিতির নির্ধারিত পে-স্কেল (১২৫০০-৩০২৩০) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে ।

ঘ) বয়স অনুর্ধ্ব ৩২ বছর।


৭। পদের নাম: ১×ফার্মাসিস্ট

• শিক্ষাগত যোগ্যতা: ক) সরকারী ইনস্টিটিউট/ সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারী হতে হবে।

খ) অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।

গ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

ঘ) সমিতির নির্ধারিত পে-স্কেল (১২৫০০-৩০২৩০) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

৫) বয়স অনুর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর।


শর্তাবলী:

১। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ,অভিজ্ঞতার সনদ(যদি থাকে) এবং বায়োডাটা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে। খামের উপর বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। সকল সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

২। আগামী ১৫/০৪/২০২৫খ্রি তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে 'সদস্য সচিব, এডহক কমিটি, ফেনী ডায়াবেটিক সমিতি,ফেনী' এর বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।

৩। সাক্ষাতকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে।

৪। বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

৫। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।


উৎসঃ দৈনিক প্রথম আলো - ২৮ মার্চ ২০২৫

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url