সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (dmlc) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২০/০৪
নিয়োগ বিজ্ঞপ্তি
সামরিক ভূষি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ১৩ থেকে ২০ নং গ্রেডের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে (http://dmic.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহবান করা যাচ্ছে...
১। পদের নাম: ১×ক্যাশিয়ার
• গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড,১১০০০-১৬৫১০/=
• শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বাকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি;
(খ) কম্পিউটার চালনার দক্ষতা,
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজ ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং
(ঘ) কম্পিউটারে Word Processing সহ ই মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম: ২×সাঁটমুদ্রাক্ষরিক- কাম-কম্পিউটার অপারেটর।
• গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড,১০২০০-২৪৬৮০/=
• শিক্ষাগত যোগ্যতা: ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার চালানো দক্ষতা
(গ) সাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ বা বাংলায় ৪৫ শব্দ।
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং
(ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩। পদের নাম: ৩×এমইও ওভারশিয়ার
• গ্রেড ও বেতন স্কেল: ১৭তম গ্রেড,৯০০০-২১৮০০/=
• শিক্ষাগত যোগ্যতা: ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ০১ (এক) বৎসর মেয়াদি সার্ভে বা আমিনশীপ কোর্স উরীখ,
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং
(ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪। পদের নাম: ৪×চেইন ম্যান
• গ্রেড ও বেতন স্কেল: ১৭তম গ্রেড,৯০০০-২১৮০০/=
• শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ০১ (এক) বৎসর মেয়াদি সার্ভে বা আমিনশীপ কোর্স
উত্তীর্ণ;
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৫০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং
(ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫। পদের নাম: ৭×অফিস সহায়ক
• গ্রেড ও বেতন স্কেল: ২৯তম গ্রেড,৮২৫০-২০০১০/=
• শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

