৯ম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ (nascc) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/০৪
নিয়োগ বিজ্ঞপ্তি
নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম' এ নিম্নলিখিত পদসমূহে কিছু উদ্যমী, আত্ম-প্রত্যয়ী এবং প্রতিশ্রুতিশীল (বাংলাদেশি নাগরিক) প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
১। পদের নাম: ১×প্রভাষক (রসায়ন)
• বেতন স্কেল: ২২,০০০-৪০,০০০/-
• শিক্ষাগত যোগ্যতা: ক। সংশ্লিষ্ট বিষয়ে বি.এস.সি (অনার্স) সহ এম.এস.সি (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)
খ। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
ঘ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
২। পদের নাম: ১×সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান)
• বেতন স্কেল: টাকা ১৬০০০-৩১,১০০/-বি.এড ব্যতীত টাকা ১২,৫০০-২৫,১০০/-
• শিক্ষাগত যোগ্যতা: ক। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স (সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ)।
খ। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
ঘ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
৩। পদের নাম: ১×বাস ড্রাইভার
• বেতন স্কেল: টাকা ৯৭০০-২০,৩২০/-
• শিক্ষাগত যোগ্যতা: ক। জেএসসি/সমমান ।
খ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ। হেভি লাইসেন্স থাকতে হবে।
ঘ। সর্বোচ্চ 35 বছর।
৪। পদের নাম: ১×ইলেকট্রেশিয়ান
• বেতন স্কেল: টাকা ৯৩০০-১৮,৩০০/-
• শিক্ষাগত যোগ্যতা: ক। এসএসসি/সমমান।
খ। কারিগরি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
গ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে।
ঘ। বাস্তব কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঙ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
৫। পদের নাম: ৪×(পুরুষ-৩ ও (মহিলা-১)নিরাপত্তা প্রহরী।
• বেতন স্কেল: টাকা ৮২৫০-১৪,৫৫০/-
• শিক্ষাগত যোগ্যতা: ক। জে.এস.সি/সমমান।
খ। সুস্বাস্থ্যের অধিকারী এবং ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা আবশ্যক (পুরুষ)।
গ। সুস্বাস্থ্যের অধিকারী এবং ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা আবশ্যক (মহিলা)।
ঘ। নিরাপত্তা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঙ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
৬। পদের নাম: ১×বাস হেলপার।
• বেতন স্কেল: টাকা ৮২৫০-১৪,৫৫০/-
• শিক্ষাগত যোগ্যতা: ক। জে.এস.সি/সমমান।
খ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
৭। পদের নাম:১ জন (স্থায়ী)×০১ জন (অস্থায়ী)আয়া
• বেতন স্কেল: টাকা ৮২৫০-১৪,৫৫০/-
• শিক্ষাগত যোগ্যতা: ক। জে.এস.সি/সমমান।
খ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
ক। স্ব-স্বাক্ষরিত আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ)।
খ। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
গ। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের নিকট হতে চরিত্রগত সার্টিফিকেট।
ঘ। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি।
ঙ। সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
চ। 'NAVY ANCHORAGE SCHOOL AND COLLEGE CHATTOGRAM FUND' এর অনুকূলে অফেরতযোগ্য টাকা ৫০০/-
পে অর্ডার/ব্যাংক ড্রাফট্ (ক্রমিক নং ১ ও ২) এবং অফেরতযোগ্য টাকা ৩০০/- পে অর্ডার/ব্যাংক ড্রাফট্ (ক্রমিক নং ৩ হতে ৭)
ছ। বর্তমান জাতীয় বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
• উক্ত পদের জন্য নির্বাচনী পরীক্ষা আগামী ১১ এপ্রিল ২০২৫ (শুক্রবার) সকাল ১০.০০ ঘটিকায় নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রার্থীদের আবেদন পত্র আগামী ০৮ এপ্রিল ২০২৫ তারিখ ১৪০০ ঘটিকার মধ্যে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। যোগাযোগঃ ০১৮২৪৯০৪২১৫ এবং ০১৭২১০০৪৮৮৩
উৎসঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন - ২১ মার্চ ২০২৫

