বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (bba) তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৭/০৩
আইন উপদেষ্টা এবং প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে বিজ্ঞ উচ্চ আদালত এবং বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালত, ট্রাইব্যুনাল এবং অধস্তন দেওয়ানী ও ফৌজদারি আদালতে মামলা দায়ের, মামলা প্রতিদ্বন্দ্বিতা/পরিচালনা, তদারকি এবং বিভিন্ন আইনগত বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান তথা সরকারি স্বার্থ রক্ষার্থে বিজ্ঞ আইন উপদেষ্টা এবং বিজ্ঞ প্যানেল আইনজীবী নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
১। পদের নাম: ১×আইন উপদেষ্টা
• শিক্ষাগত যোগ্যতা: ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
খ. "ব্যারিস্টার এ্যাট ল ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
গ. বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সহ সক্রিয় আইন পেশায় ন্যূনতম ১৫ (পনেরো) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম: প্যানেল আইনজীবী
• শিক্ষাগত যোগ্যতা: (ক) সুপ্রীম কোর্টের প্যানেল আইনজীবী তালিকায় অন্তর্ভুক্তির জন্য একজন আইনজীবীকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ অর্জনসহ সুপ্রীম কোর্টে ন্যূনতম ১০ বছর সক্রিয়ভাবে আইন পেশায় নিয়োজিত থাকতে হবে।
(খ) জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালসমূহে প্যানেল আইনজীবী তালিকায় অন্তর্ভুক্তির জন্য একজন আইনজীবীকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ অর্জনসহ সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে ন্যূনতম ১০ (দশ) বছর সক্রিয়ভাবে আইনপেশায় নিয়োজিত থাকতে হবে।
শর্তসমূহ:
১. গত ০৯ অক্টোবর ২০২৪ তারিখের ৫০,০১,০০০০.১০৩.০৪.০১3.22.১৭৩৭ নম্বর স্মারকে জারীকৃত প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ইতঃপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নাই।
২. বিজ্ঞ আইন উপদেষ্টা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে মাসিক সম্মানী/রিটেইনার ফি বর্তমানে প্রতি মাসে ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা এবং অন্যান্য ফি “সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী নিয়োগ নির্দেশিকা ২০২৩ অনুযায়ী প্রাপ্ত হবেন ।
৩. বিজ্ঞ প্যানেল আইনজীবীগণ “সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী নিয়োগ নির্দেশিকা ২০২৩ অনুযায়ী মামলা পরিচালনার ফি প্রাপ্ত হবেন।
৪. আগ্রহী আইনজীবীগণকে আবেদনপত্রে পদের নাম উল্লেখ পূর্বক পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি,শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্বের সনদপত্র/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতঃ নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, বনানী, ঢাকা-১২১২; বরারর আগামী ২৭ মার্চ ২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে।
৫. আবেদনকারী অন্য কোনো সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা/আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে ।
৬. অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
৭. নিয়োগ পত্র ইস্যুর তারিখ হতে বিজ্ঞ আইন উপদেষ্টার নিয়োগের মেয়াদ হবে ৫ (পাঁচ) বছর এবং প্রত্যেক প্যানেল আইনজীবীর নিয়োগের মেয়াদ হবে ২ (দুই) বছর। উক্ত নিয়োগের মেয়াদান্তে বিজ্ঞ আইন উপদেষ্টা/বিজ্ঞ প্যানেল আইনজীবীগণের বিগত বছরের কর্মদক্ষতা বিবেচনাপূর্বক পুনঃনিয়োগ/মেয়াদ বৃদ্ধি করা যাবে। তবে যে কোনো পক্ষ ১ (এক) মাসের নোটিশ প্রদান সাপেক্ষে এই নিয়োগ রহিত/বাতিল করতে পারবেন।
৮. "সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী নিয়োগ নির্দেশিকা ২০২৩ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব সাইট www.bba.gov.bd হতে সংগ্রহ করা যাবে।
৯. আইন উপদেষ্টা/প্যানেল আইনজীবী নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Job Source: Daily Financial Express - 3 March 2025

