১০২ পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (bcic) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ২৭/০৩


 নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এর নিয়ন্ত্রণাধীন বাফার গুদামসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও উপযুক্ত প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত শূন্যপদসমূহে অন-লাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:


১। পদের নাম: ১২×সহকারী ব্যবস্থাপক

(প্রশাসন)

• বেতন স্কেল: 22000-53060/-(৯ম গ্রেড)

• বয়সসীমা: ৩২

• শিক্ষাগত যোগ্যতা: ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার

যে কোন ২টি পরীক্ষায় ১ম বিভাগসহ ২য় শ্রেণির

স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি অথবা ৪ বছর

মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।


২। পদের নাম: ১০×হিসাব কর্মকর্তা

• বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-(৯ম গ্রেড)

• বয়সসীমা: ৩২

• শিক্ষাগত যোগ্যতা: ১ম শ্রেণিতে বাণিজ্যে (একাউন্টিং) স্নাতকোত্তর/এমবিএ

(একাউন্টিং) অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোন দুটি

পরীক্ষায় প্রথম বিভাগসহ ২য় শ্রেণিতে বাণিজ্যে

(একাউন্টিং) স্নাতকোত্তর/এমবিএ(একাউন্টিং) অথবা

বাণিজ্যে (একাউন্টিং) ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক

(সম্মান) ডিগ্রি।


৩। পদের নাম: ১২×সহকারী ব্যবস্থাপক(বাণিজ্যিক)

• বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-(৯ম গ্রেড)

• বয়সসীমা: ৩২

• শিক্ষাগত যোগ্যতা: স্ব স্ব ক্ষেত্রে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা পূর্বতন

পাবলিক পরীক্ষার যে কোন ২টি পরীক্ষায় ১ম বিভাগসহ

২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা, এমবিএ ডিগ্রি অথবা

৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি ।


৪। পদের নাম: ২২×সহকারী প্রশাসনিক

কর্মকর্তা

• বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০/-(১০ম গ্রেড)

• বয়সসীমা: ৩২

• শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্ব স্ব ক্ষেত্রে ০৩ (তিন) বছরের

অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয়

শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি ।


৫। পদের নাম: ২৩×সহকারী হিসাব কর্মকর্তা

• বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০/-(১০ম গ্রেড)

• বয়সসীমা: ৩২

• শিক্ষাগত যোগ্যতা: এম.কম অথবা, ৩ বছরের অভিজ্ঞতাসহ বি.কম ডিগ্রি

অথবা বাণিজ্যে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির স্নাতক

(সম্মান) ডিগ্রি ।


৬। পদের নাম: ২৩×সহকারী বাণিজ্যিক কর্মকর্তা

• বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০/-(১০ম গ্রেড)

• বয়সসীমা: ৩২

• শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্ব স্ব ক্ষেত্রে ০৩ (তিন) বছরের

অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয়

শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি ।


অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় :

১. নিম্নোক্ত নিয়মাবলি অনুসরণ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে: 

• আবেদনের সময়সীমা : ০৬ মার্চ, ২০২৫ তারিখ বেলা ১২.০০ ঘটিকা থেকে ২৭ মার্চ, ২০২৫ তারিখ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত

• আবেদনের ওয়েব লিংক: www.bcic.gov.bd এবং http://bcic.teletalk.com.bd

• আবেদনের ফি (সাধারণ): টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা;

• আবেদনের ফি (অনগ্রসর নাগরিক): টেলিটক এর সার্ভিস চার্জসহ ৫৬/- (ছাপান্ন) টাকা;

• আবেদন ফি জমাদান: অনলাইনে আবেদনের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পাঠাতে হবে।

২. আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখে (০৬ মার্চ, ২০২৫) প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।

৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন আনা হলে তা অনুসরণযোগ্য হবে।

8. একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যে কোন ০১ টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যে কোন ০১ টি পদসহ অনধিক ২ টি পদে আবেদন করতে পারবেন।

৫. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকুরীতে প্রথম যোগদান পর্যন্ত কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬. এই নিয়োগ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ( যদি থাকে) বিসিআইসি'র নিজস্ব ওয়েব সাইট www.bcic.gov.bd এ পাওয়া যাবে। আবেদনের সময় হ্রাস/বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার সিডিউল, চূড়ান্ত ফলাফল, নিয়োগপত্রসহ সকল তথ্য www.bcic.gov.bd এ প্রকাশ করা হবে ।

উৎসঃ দৈনিক নয়া দিগন্ত - ৫ মার্চ ২০২৫



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url