দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর কার্যালয়, রাজশাহীতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৭/০৩


নিয়োগ বিজ্ঞপ্তি 

দ্রুত বিচার ট্রাইব্যুনাল, রাজশাহীর শূন্য পদে সরাসরি অনবল নিয়োগের নির্মিত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পনের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে লিখিত/টাইপকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


১। পদের নাম: ১×সেরেস্তা সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

• বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/=

• শিক্ষাগত যোগ্যতা: (ক) এইচএসসি/ সমমান শ্রেণী পাস।

(খ) সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সের সনদপত্র। 

(গ) কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে প্রতি মিনিট ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ গতি থাকতে হবে।


২। পদের নাম: ১×নৈশ প্রহরী/নিরাপত্তা প্রহরী 

• বেতন স্কেল: ৮২৫০-২০০১০/=

• শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেনী পাশ 


শর্তাবলী 

(ক) প্রার্থীকে বিচারক, (সিনিয়র জেলা ও দায়রা জজ), দ্রুন্ড বিচার ট্রাইব্যুনাল, রাজশাহী বরাবর স্বহস্তে লিখিত/টাইপকৃত আবেদনপত্রে (ক) প্রার্থীর নাম

(খ) পিতা/স্বামীর নাম (1) মাতার নাম ( ) হাদী ঠিকানা (3) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) 01/03/2০২৫ খ্রিঃ তারিখে নয় ()জাতীয়তা, (ঝ) জাতীয় পরিচয়পত্র নম্বর (m) ধর্ম (ট) নিম্ন জেলা, (ঠ) মোবাইল নম্বর (ড) শিক্ষাগত যোগ্যতা (ঢ) অভিজ্ঞতা (যদি থাকে)উল্লেখ করতে হবে।

(গ) আবেদনপত্র চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল, রাজশাহী বরাবর আগামী ২৭/০৩/২০২৫খ্রি. তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে প্রেরণ অথবা সরাসরি দ্রুত বিচার টাইব্যুনাল, রাজশাহী কার্যালরে রক্ষিত নির্ধারিত বাক্সে ফেলতে হবে। উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

(ঘ) 01/03/2015 প্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছার হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য হবে না ।

(ঙ) আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ফটোকপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন পূর্বক) সংযুক্ত করতে হবে।

• সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি;

• নাগরিকত্ব সনদ

• চারিত্রিক সনদপত্র;

• সকল শিক্ষাগত/অন্যান্য যোগ্যতার সনদপত্র।

• জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র

• অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।

(চ) পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১০০/- (একশত) টাকা চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল, রাজশাহী, দ্রুত বিচার ট্রাইব্যুনাল হিসাব নং-৪৬১৯৩-৬৬০০৪৪১৭ সোনালী ব্যাংক লিঃ, কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি মাধ্যমে জমা করতে হবে। টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

(ছ) চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।

(জ) ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

(ঝ) উপযুক্ত প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে।

(ঞ) সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

(ট) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।এই বিলপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।

(ঠ) প্রচলিত নিয়োগ বিধি/ সরকারের অপরাপর বিধি/আদেশ আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে।

(ড) ১্নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।



 উৎসঃ দৈনিক ইত্তেফাক - ২৭ ফেব্রুয়ারি ২০২৫



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url