বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর বাজার ফান্ড সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৭/০৪


 নিয়োগ বিজ্ঞপ্তি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন' বান্দরবান বাজার ফান্ড সংস্থার নিম্নবর্ণিত শূণ্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিক তথা বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তসাপেক্ষে স্বহস্তে লিখিত আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।


১। পদের নাম: ২×পরিদর্শক

• বেতন স্কেল: গ্রেড: ১৪ (১০২০০-২৪৬৮০)

• বয়সসীমা: ১৮- ৩২ বছর মধ্যে হতে হবে।

• শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ ও সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভে ডিপ্লোমা পাশ ৷


২। পদের নাম: ১×অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

• বেতন স্কেল: গ্রেড :১৬ (৯৩০০-২২৪৯০)

• বয়সসীমা: ১৮- ৩২ বছর মধ্যে হতে হবে।

• শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা

এন্ট্রি ও টাইপিং কাজে ইংরেজী ও

বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০

ও ২৫ শব্দের গতি থাকতে হবে।


৩।  পদের নাম: ১×চেইনম্যান

• বেতন স্কেল: গ্রেড ঃ ১৯ (৮৫০০-২০৫৭০ )

• বয়সসীমা: ১৮- ৩২ বছর মধ্যে হতে হবে।

• শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি বা সমমান। ভূমি

পরিমাপ কাজে অভিজ্ঞতা থাকতে

হবে।


৪। পদের নাম: ১×নৈশ প্রহরী

• বেতন স্কেল: গ্রেড ঃ ২০ (৮২৫০-২০০১০)

• বয়সসীমা: ১৮- ৩২ বছর মধ্যে হতে হবে।

• শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেনী পাশ


৫। পদের নাম: ১×অফিস সহায়ক

• বেতন স্কেল: গ্রেড ঃ ২০ (৮২৫০-২০০১০)

• বয়সসীমা: ১৮- ৩২ বছর মধ্যে হতে হবে।

• শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেনী পাশ 


শর্তাবলীঃ-

(ক) বাজার ফান্ড প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা বরাবর সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন আগামী ২৭/০৪/২০২৫খ্রি: এর মধ্যে অফিস চলাকালীন সময়ে বান্দরবান বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে পৌছাতে হবে। উক্ত সময়ের পরে সরাসরি,ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রাপ্ত আবেদন পত্র কোনক্রমে গ্রহণ করা হবে না।

(খ) শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।

(গ) অসম্পূর্ণ, ঘষামাজা ও ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

(ঘ) মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক বিষয়ে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/পৌরসভা মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা এবং অন্যান্য সকল কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে ।

(ঙ) সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে ।

(চ) অগ্রীম কপি গ্রহণযোগ্য নহে ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url